দানবীর রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্ম জয়ন্তী পালিত
স্টাফ রিপোর্টার, মির্জাপুরঃ
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দানবীর রণদা প্রসাদ সাহার ১২১তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রণদার নিজ গ্রাম মির্জাপুর এবং কুমুদিনী কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা সভা, রণদার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃতি, নৃত্য, সঙ্গিত ও রচনা প্রতিযোগীতা।
সকাল সাতটায় রণদা প্রসাদ সাহার মির্জাপুর গ্রামের নিজ বাড়িতে প্রার্থনা সভা এবং তার প্রতিকৃতিতে গ্রামবাসীর পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জন্ম জয়ন্তী অনুষ্ঠান শুরু করা হয়।
বিকেল তিনটায় মির্জাপুর গ্রামের রণদা নাট মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কুমদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা, হরিসভার সভাপতি বিমান বিহারী বোস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সরকার হিতেষ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বাজার বনিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, যুবলীগ নেতা শামিম আল মামুন, সাংবাদিক নিরঞ্জন পাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক শিবপদ ঘোষ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
সন্ধায় ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের কুচকাওয়াজ, প্রার্থনা এবং কেক কেটে জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয়।
উল্লেখ, ১৮৯৬ সালের এই দিনে উথ্থান একাদশীতে তিনি ঢাকার অদূরে সাভারের কাছুরে মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর তীর ঘেঁষা মির্জাপুর গ্রামে। মাতার নাম কুমুদিনী সাহা, পিতার নাম দেবেন্দ্র নাথ সাহা।