তৃপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।। আর্থিক জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পৌর এলাকার কাজিপুর এলাকার তৃপ্তি বেকারি এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালাউদ্দিন আইয়ুবীর জানান, তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে মানবদেহের ক্ষতিকর কেমিকেল এবং বিভিন্ন রকমের রঙ ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫৩ ধারায় তৃপ্তি বেকারি মালিক শহীদুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।