তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

182

স্টাফ রিপোর্টার ॥
আগামি (৩১ মার্চ) চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে তিন উপজেলায় প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে তিনজন বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন।
তিন উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন- মধুপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলায় হারুনুর রশিদ হিরা ও গোপালপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
গত (১৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মোশারফ হোসেন খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় তিনি জানান, জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
বাকি ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন প্রার্থী। এছাড়া ১২টি উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।