তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে টাঙ্গাইলে সরকারের উন্নয়ন ভিডিওচিত্র প্রদর্শন

175

স্টাফ রিপোর্র্টারঃ তথ্য মন্ত্রনালয়ের গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রোগ্রাম টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২২অক্টোবর) হতে শুরু হওয়া এ কার্যক্রম দুই দিনব্যাপী চলবে।
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা তৃর্ণমুল জনগনের কাছে পৌছে দিতে তথ্য মন্ত্রনালয়ের গণ যোগাযোগ অধিদপ্তর এই কর্মসুচী বাস্তবায়ন করছে।
কর্মসুচীর আওতায় জেলার ১১৮টি ইউনিয়নের জন সমাগম স্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে পিকআপ ভ্যানে স্থাপিত এলইডি স্ক্রিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্মের উপর এবং মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচিত্র প্রদর্শন এবং প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের উপর নির্মিত টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশের নানা উন্নয়নের তথ্য চিত্র প্রদর্শন করা হয়। তথ্য চিত্র প্রদর্শন শেষে তথ্য চিত্রের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
এই উন্নয়ন তথ্য চিত্র দেখে সাধারন মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।