ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে
স্টাফ রিপোর্টার ।।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে প্রাইভেটকার, মোটরসাইকেলের সংখ্যাই বেশি দেখা গেছে সোমকার (২৬ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, পরিবারের সাথে ঈদ করতে জীবনের ঝুকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছে অনেককেই।
এদিকে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারনে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তপক্ষ। তাছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে দেয়ায় পূর্ব গোলচত্বর থেকে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।
পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এছাড়া রাতের বেলায় বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারনে কয়েকদফা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোন যানজট নেই। যানজট মোকাবিলায় মহাসড়কে ৭ শতাধিক পুলিশ কাজ করছে।