ডিমান্ড ফ্যাশন হাউস এখন টাঙ্গাইলে
স্টাফ রিপোর্টার ॥
তারুণ্যের প্রথম পছন্দ ‘ডিমান্ড’ ফ্যাশন হাউসের ৯ম শাখা উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলায়। শহরের প্রানকেন্দ্র জেলা সদর রোডে সুবিশাল পরিসরে ডিমান্ড এবার হাজির হয়েছে আরও আকর্ষনীয়ভাবে।
তারুণ্যের রুচিশীল সবধরনের পোশাকের সমাহার রয়েছে এখানে। বুধবার (৩১ মে) সন্ধ্যায় উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুর রহমান, ডিরেক্টর হাসান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবিকা সাদিয়া খান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আমানুল হক, সৈয়দ জুবায়ের এবং ডিমান্ড ফ্যাশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর রাসেল মাহমুদ। এছাড়াও টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপমসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।