ডাঃ এম এ হালিম ইন্তেকাল করেছেন

179

স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইল পৌর শহরের কলেজ পাড়া (আমঘাট রোড) নিবাসী বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী, সবার শ্রদ্ধাভাজন ডাঃ এম এ হালিম (২৫ আগষ্ট) শুক্রবার রাত দশটায় ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র-পাচঁ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৬ আগষ্ট) সকাল দশটায় কলেজ পাড়া জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মামুনুর রশীদ মামুনমহ অসংখ্য মানুষ জানাজার নামাজে অংশ নেন। পরে বাদ যোহর খুদিরামপুর হাইস্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুদিরামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন দাফন করা হয়।