ডক্টরস ফাউন্ডেশন এর টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের ডাক্তার সমাজের বৃহত্তর সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)’ এর টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ শাহেদ রফি পাভেল ও মহাসচিব ডাঃ তাজিন আফরোজ শাহ এর স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির আহবায়ক ডাঃ ফরিদ আহমেদ, সদস্য সচিব ডাঃ আমিনুর রহমান মিল্টন ও কোষাধ্যক্ষ ডাঃ নাজমুল আলম রবিন। উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ১১/২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডাঃ আমিনুর রহমান মিল্টন টাঙ্গাইল জেলার সর্বস্তরের চিকিৎসকবৃন্দের সার্বিক সহযোগিতা চেয়েছেন এবং চিকিৎসকবৃন্দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।