টাঙ্গাইল-৪ কালিহাতী উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

0 378

12

টাঙ্গাইল-৪ কালিহাতী উপ-নির্বাচনে আলোকিত কালিহাতীর সভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ১১ অক্টোবর সকাল ১১ টায় মনোনয়ন পত্র উপজেলা সহকারী রিটারনিং অফিসার মো. তাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার আবুল বাশার এর কার্যালয়ে জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত কালিহাতীর সহ-সভাপতি ও কালিহাতী প্রেসকাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, আলোকিত কালিহাতীর সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক যুগধারা’র ভারপ্রাপ্ত সম্পাদক এইচ.এম হাবিবুর রহমান সরকার, আব্দুল আলীমের পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিকী, তার বড় ভাই শরিফ সিদ্দিকী, প্রেসকাবের সহ-সভাপতি কামরুল হাসান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (মেয়র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া’র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরক্ষর মুক্ত, বেকার মুক্ত, নারী নির্যাতন মুক্ত, আধুনিক ও আলোকিত কালিহাতীর গড়ার লক্ষ্যে আমি কালিহাতীর নিরীহ ও নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে টাঙ্গাইল-৪ কালিহাতী উপনির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ আমার মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি আশা করছি আগামী উপনির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে জয় লাভ করব ইন্শাল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ