টাঙ্গাইল স্টেডিয়ামে মিনি ফুটবলে টিনিউজ ও হেলিপ্যাড ক্লাব কোয়ার্টার ফাইনালে
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ২য় মিনি ফুটবল টুর্নামেন্টে টিনিউজ ও হেলিপ্যাড কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মির্জা তোফাজ্জল হোসেন মুকুল ২য় মিনি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হয়।
রাতের প্রথম খেলায় হেলিপ্যাড ক্লাব মোশারফ হোসেনের দেওয়া একমাত্র গোলে শতায়ু অঙ্গন কিং কে হারিয়ে একই গ্রুপের শুভ সকাল লালকে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। দুটি দল দুই খেলায় জয়লাভ করে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে র্শীষে অবস্থার করছে। আগামী রোববার (১১ জুন) অনুষ্ঠিত খেলায় দু’দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই হবে।
রাতের দ্বিতীয় খেলায় টিনিউজ (২-১) গোলে সুপ্রভাত ক্লাবকে হারিয়ে টানা দুটি খেলায় জয়লাভ করে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শনিবার (১০ জুন) আদি টাঙ্গাইল স্পোটিং ক্লাবের সাথে ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। খেলার শুরুতে টিনিউজ দল পেনাল্টিতে বিল্টুর গোলে এগিয়ে যায় (১-০)। সুপ্রভাত ক্লাব খেলায় সমতা আনার জন্য আক্রমন করে খেলতে থাকলে পাল্টা আক্রমনে টিনিউজের মেহেদী গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুপ্রভাত ক্লাব পেনাল্টিতে জুয়েল খানের গোলে (২-১) খেলায় প্রতিদ্বন্দিতা ফিরিয়ে আনে। যদিও শেষ পর্যন্ত এই খেলায় আর গোল হয়নি। রাতের তৃতীয় খেলায় এগজোল্ট পলিটেকনিক দল (২-১) গোলে সোনালী সকালকে হারিয়েছে। গোলদাতা এগজোল্টের পক্ষে অধিনায়ক আব্দুল জলিল ও আছর উদ্দিন।
তিনটি খেলায় যারা অংশগ্রহণ করেছে তারা হলেন- টিনিউজ- সুজা, মামুন (অধিনায়ক), বিল্টু, রুদ্র (শিপন), মেহেদী ও উত্তম। সুপ্রভাত ক্লাব- জুয়েল খান (অধিনায়ক), সোহেল, আলমগীর, মোকাদ্দেছ, তুহিন/আব্দুল আজিজ ও সংগ্রাম/আলীম। সোনালী সকাল- আলিম আকন্দ, মাসুদ রানা, হামিদ খান মানু, মামুন কাজী, লিটন মুন্সী ও গোলাম ফারুক। এগজোল্ট পলিটেকনিক- আব্দুল জলিল (অধিনায়ক), পতিত, আল আমীন, আছর উদ্দিন, বাবলু মিয়া ও রিপন। হেলিপ্যাড ক্লাব- মতিউর (অধিনায়ক), ফারুক, মঞ্জুরুল আলম, মাসুদ তালুকদার, মোশারফ, আলমগীর। শতায়ু অঙ্গন কিং- ডিপটি, আশরাফ, রেজাউর রহমান চঞ্চল, রহমান, কামাল ও অপু। রেফারী- জামিলুর রহমান ও হারুণ অর রশীদ।
শনিবার (১০ জুন) খেলায় অংশগ্রহণ করবে- সন্ধ্যা ৭টায়- ১ম ম্যাচ- সোনালী অতীত ক্লাব বনাম শুভ সকাল সবুজ, রাত ৮টায়- ২য় ম্যাচ- শুভ সকাল লাল দল বনাম হেলিপ্যাড ক্লাব এবং রাত ৯টায়- তৃতীয় ম্যাচ- টিনিউজ বনাম আদি টাঙ্গাইল স্পোটিং ক্লাব।