টাঙ্গাইল সরকারি সা’দত কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের করটিয়ায় অবস্থিত সরকারি সা’দত কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব উদযাপন হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে বাঙালির গর্ব দু’জন বিশিষ্ট কবির জন্মজয়ন্তী উৎসব পালন করা হয়।
সরকারি সা’দত কলেজের আয়োজনে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোশারফ হোসেন। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিমাংশু মোহন পাল, অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ছাত্রনেত্রীবৃন্দ, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ও নজরুল চর্চা অব্যাহত রাখার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক পর্বে শিল্পলোকের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্র-নজরুলের সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলা সাহিত্যের এই দুজন মহান কবিকে স্মরণ করা হয়।