টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাসান সিকদার ॥
“শেখ হাসিনার অবদান ইসলাম প্রসারে মডেল মসজিদ বিনির্মাণ” প্রতিপাদ্যে টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৩০ জুলই) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী ফলক উম্মোচন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন ।