টাঙ্গাইল সদর উপজেলার ৬৭টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর
স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল সদর উপজেলার ৬৭টি পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দিয়েছেন। বুধবার (৯ আগষ্ঠ) ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতৃর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নব-নির্মিত ঘরের চাবী ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন।
টাঙ্গাইল সদর উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জান, উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন আলীসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী জনগন এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে জমিসহ নতুন ঘর উপহার পেয়ে নিজেদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ছিন্নমূল মানুষের। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে আজ যেন ঈদের আনন্দ। একসময়ের ঠিকানা বিহীন মানুষেরা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পেতেছেন সুখের সংসার। জমিসহ নতুন ঘর উপহার পেয়ে ছিন্নমূল মানুষগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।