টাঙ্গাইল সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন
মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল সদরের বাসাখানপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করলেন সদরের আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু। শনিবার (২০ মে) দুপুরে টাঙ্গাইল শহরের পাশে দাইন্যা ইউনিয়নের বাসাখানপুর ঈদগাহ ময়দানের পাশেই ৩২০ ফিট দৈঘ্যের স্টেডিয়ামটি নির্মাণ হতে প্রায় সাত মাস সময় লাগবে জানান সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
তিনি বলেন, গ্রামীণপথে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ছিল গ্রামে একটা করে খেলার মাঠ থাকবে। যেটার নামকরণ দিয়েছিলেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। প্রথম প্রকল্পে আমরা জায়গার জন্য করতে পারিনি। দ্বিতীয় প্রকল্পে আমরা বাসাখানপুরে দখলকৃত সরকারী জায়গা সংস্থান করে দিয়েছি, কিছু জায়গা ক্রয় করতে হয়েছে। এই মাঠটি পেয়ে এই গ্রামের মানুষ খুবই আনন্দিত। এই বাসাখানপুর মাঠটি প্রাচীন কাল থেকে বেশ পরিচিতি ছিল, তারপর বিভিন্ন সময়ে অবহেলায় মাঠটি নষ্ট হয়ে যায়। আমি মনে করি টাঙ্গাইলের খেলোয়াড়রা টাঙ্গাইলে দুটি স্টেডিয়াম পেয়ে বিভিন্ন খেলায় যেভাবে অবদান রেখে যাচ্ছে, তাতে এই মাঠটি টাঙ্গাইলের খেলাধূলাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত দেশের ১৮৬টি উপজেলায় ১৬শ’ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হবে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর প্রচেষ্টায় ৫ কোটি টাকা ব্যয়ের এই মিনি স্টেডিয়ামটি তৈরী করছেন ঠিকাদার প্রতিষ্ঠান শরীফ এন্ড সন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম। স্টেডিয়াম তৈরী করতে সর্বক্ষন দেখাশোনা করছেন ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন ও সহকারী ইঞ্জিনিয়ার মেজবাহ হোসেন।
জানা যায়, স্টেডিয়ামের পশ্চিম রাস্তার পাশে তিনতলা প্যাভিলিয়ানসহ অফিস কক্ষ এবং দক্ষিণে ও পূর্বে ২টি গ্যালারী নির্মাণ হবে। এখানে ফুটবল লীগের খেলা ছাড়াও অন্যান্য খেলার আয়োজন হবে নিয়মিতভাবে। এলাকার ক্রীড়ামোদীরা বাসাখানপুর এলাকায় স্টেডিয়ামটি পেয়ে খুবই আনন্দিত।