টাঙ্গাইল শহর যানজট মুক্ত রাখতে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহর যানজট মুক্ত রাখতে জেলা সদর রোডে ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় টাঙ্গাইল শহরের যানজট নিরসনকল্পে জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা সদর রোডের দুই পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। শহরকে যানজট নিরসনকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।