টাঙ্গাইল শহর বিএনপি’র উভয় গ্রুপের সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল শহর বিএনপি’র উভয় গ্রুপের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ ও শহর বিএনপি’র উভয় গ্রুপের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টাঙ্গাইল শহর বিএনপি’র উভয় গ্রুপের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।