টাঙ্গাইল শহরে বাস চাপায় পুুলিশ কনস্টেবল নিহত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরে বাস চাপায় আরমান রায়হান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য টাঙ্গাইল পুলিশ লাইন্সসে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি গ্র্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন টিনিউজকে জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কনস্টেবল আরমান রায়হান (২৩) মোটরসাইকেল যোগে শহরের কুমুদিনী কলেজ মোড় থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় করটিয়ার সরকারি সাদৎ কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের একটি বাস শহরের গণপূর্ত ভবনের সামনে পুলিশ সদস্যের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও কলেজ বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।