টাঙ্গাইল শহরে দোকান মালিক সমিতির সাথে এসপির মতবিনিময়

0 109

স্টাফ রিপোর্টার ॥
রমজান উপলক্ষে টাঙ্গাইল শহরে দোকান মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর থানা ও পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ছয়আনী বাজার এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।




পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক, পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক আহসান খান আছু প্রমুখ।




সভায় বক্তারা বলেন, মাহে রমজান ও ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন। সেই সাথে শহরের বাজারগুলোতে সাধারণ মানুষ পণ্য সামগ্রী ও বিভিন্ন সেবা নিতে এসে যেন ভোগান্তিতে না পড়েন এবং বাজারগুলোতে নিয়মিত মনিটরিং এর দাবি জানান।
এ সময় পাঁচআনী-ছয়আনী বাজার মালিক সমিতির নেতারা, বিভিন্ন মার্কেট ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ