টাঙ্গাইল শহরে চুরির অভিযোগে ২ চোর গ্রেফতার

0 481

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের কুখ্যাত ছিনতাইকারি, বাসাবাড়িতে চুরি ও মোটরসাইকেল চোরের দুই সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ মে) রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় জনৈক মোজাফফর হোসেনের বাড়িতে চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাদের দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা হলো- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একই এলাকার মির্জা আনোয়ার হোসেন বাবুলের ছেলে আনোয়ার হোসেন বিশাল (২৪) ও তার সহযোগী জয়নাল আবেদিনের ছেলে সাব্বির হোসেন অমিত (২৩)।
স্থানীয়রা টিনিউজকে জানান, আনোয়ার হোসেন বিশাল ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ব্যবসা ও মোটরসাইকেল চুরি করে আসছিল। তবে এলাকাবাসী এ নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিল না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া মোজাফফর হোসেনের বাড়িতে চুরির চেষ্টা করে তারা। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয়দের অভিযোগ বিশাল এর আগেও গ্রেপ্তার হওয়ার পর তার পিতা সরকারি দলের লোক হওয়ার কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এছাড়া শুক্রবার (১ মে) সকাল থেকে রাত পর্যন্ত আসামী বিশালকে ছাড়িয়ে নিতে তার পিতা ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা থানায় তদবির শুরু করেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, চুরি করতে গিয়ে গ্রেফতার হওয়া আসামী বিশাল এভাবে বারবার পার পাওয়ার কারণে এলাকাবাসীসহ শহরবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ডাকাতির আসামী বিশাল শহরের বাসাবাড়িতে চুরি, ছিনতাই ও মোটরসাইকেল চোরের অন্যতম হোতা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় থাকলেও তার পিতার কারণে বারবার ছাড় পেয়ে যায়। সম্প্রতি ইয়াবা সেবনের সময় বিশালসহ তার কয়েকজন বন্ধুকে আটক করেছিল এলাকাবাসী। পরে সেসময় এ নিয়ে সালিশী বৈঠক করা হয়। এভাবেই প্রতিবার আইনের ফাঁক গলে সে বেড়িয়ে আসে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন টিনিউজকে জানান, করোনার কারণে টাঙ্গাইল শহরে ১০টি চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। সেসব চেকপোষ্টেগুলো সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া এই সময়ে শহরে চুরি, ছিনতাই যেন না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। বৃহস্পতিবার (১ মে) রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় জনৈক মোজাফফর হোসেনের বাড়িতে চুরি করার সময় উপস্থিত জনগন ২ চোরকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণ করে শনিবার (২ মে) আদালতে হাজির করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ