টাঙ্গাইল শহরে কলেজ পাড়ায় ডাকাতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের এলাকা কলেজ পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সদর থানা পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়ার আব্দুল জলিলের ছেলে রফিক (৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৪), যুগনী এলাকার খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), ব্যাপারি পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয় (৩০) ও কালিহাতি উপজেলার রাজাবাড়ি এলাকার লিটন মন্ডলের ছেলে লেলিন (২৬)।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া টিনিউজকে জানায়, ডাকাতরা শুক্রবার (২১ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ কলেজ পাড়ার মিজানুর রহমানের বাসার পাশে খালি জায়গায় অন্ধকারের মধ্যে পলাতক আরো কয়েকজনকে সাথে নিয়ে ধারালো ৩টি চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
ইতিপূর্বে ডাকাত রফিকের নামে ১১টি মামলা, সম্রাটের নামে ৮টি, ইউসুফের ১১টি, আবিদ হাসানের নামে ৭টি ও লেলিনের নামে ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার এসআই শুভ্র সাহা বাদি হয়ে মামলা দায়ের করেন।
Comments are closed.