টাঙ্গাইল ম্যাটস শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জণ

0 127

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার ডা. খন্দকার আব্দুল মান্নানের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাশ বর্জণ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (১২আগস্ট) ক্লাশ বর্জণ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। যতক্ষন না পর্যন্ত শিক্ষক আব্দুল মান্নানের বদলি বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আব্দুল মান্নানের বদলির আদেশ বাতিলের দাবিতে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসক খান নুরুল আমিন বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা রশ্নি বলেন, খন্দকার আব্দুল মান্নান সে শুধু আমাদের শিক্ষকই নয়, ‘সে আমাদের একজন অবিভাবক। তার মতো ভাল মানের শিক্ষক আমার জীবনে কখনও পাইনি। স্যারের বদলির আদেশ বাতিলের দাবি জানাচ্ছি।’
অপর শিক্ষার্থী আসমাউল হুসনা দোলন বলেন, ‘রক্ত লাগে, রক্ত নিন আমাদের মান্নান স্যারকে ফেরত দিন। স্যারের কারণে বহিরাগত বখাটেরা আমাদের ডিসটাপ করতে পারে না। মান্নান স্যারের সহযোগিতায় ছাত্রী হোস্টেলের বাহিরের দেওয়াল করা হচ্ছে। স্যারের কারনে আমরা নিরাপদে হোস্টেলে থাকতে পারি।’
শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত স্যারের বদলির আদেশ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের প্রতিষ্ঠানের উন্নয়ন ও আমাদের লেখা পড়ার মান বাড়ানোর জন্য স্যারকে আমাদের প্রয়োজন।’
শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যদি কোন শিক্ষক অনুপস্থিত থাকে তাহলে মান্নান স্যার সেই শিক্ষকের ক্লাশ নিয়ে থাকে। প্রতিষ্ঠানে শিক্ষকের অনুপস্থিতি তিনি বুঝতে দেন না। আমি তার বদলির আদেশ বাতিলের দাবি করছি।’
মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান বলেন, ‘মান্নান স্যার একজন ভাল মানুষ। তারমতো শিক্ষক আমার প্রতিষ্ঠানে প্রয়োজন আছে। তাই আমি তার বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছি। শিক্ষার্থীরা মান্নান স্যারের বদলি বাতিলের জন্য টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন ও জেলা প্রশাস খান মো. নুরুল আমিন বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করেছেন। তারা স্যার এই প্রতিষ্ঠানে বহাল রাখার আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, গত ২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনে মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল টাঙ্গাইলের জুনিয়র লেকচারার ডা. খন্দকার আব্দুল মান্নানের বদলির আদেশ করে ডিজি অফিসে স্থানান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ