টাঙ্গাইল মুক্ত দিবস পালিত

252

32564স্টাফ রিপোর্টারঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস পালিত হচ্ছে।
সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় সাংসদ মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহিরুল হক ডিপটিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
এর আগে শহীদ স্মৃতী স্তম্ভে পুষ্প স্তোবক অর্পন করেন সর্বস্তরের জনতা।