টাঙ্গাইল মাহমুদুল হাসান কলেজে পথ নাটক মঞ্চস্থ
মোজাম্মেল হক ॥
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে সারাদেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় টাঙ্গাইল শহরে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের আম তলায় নাটক মঞ্চস্থ হয়।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টায় করোনেশন ড্রামাট্রিক ক্লাবের প্রযোজনা ও পরিবেশনায় হুমায়ুন আহমেদের পথ নাটক ১৯৭১ মঞ্চস্থ হয়েছে। মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জল ও বাংলা বিভাগে অধ্যাপক তরুণ ইউসুফের সহযোগিতায় কলেজের সকল ছাত্র-ছাত্রী নাটকটি অবলোকন করেন। মঞ্চ নাটকে করোনেশন ড্রামাট্রিক ক্লাবের সদস্যবৃন্দ অভিনয় করেন।
Comments are closed.