স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী খন্দকার আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দু’দক)। দু’দক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমির হোসেন বাদি হয়ে সোমবার (২৩ জুলাই) টাঙ্গাইল সদর থানায় এই মামলা দায়ের করেন।
প্রকৌশলী খন্দকার আব্দুল ওয়াহাব টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে সুনামগঞ্জের দিরাই উপজেলায় কর্মরত রয়েছেন। আব্দুল ওয়াহাব টাঙ্গাইল শহরের রেজিস্ট্রি পাড়ার খন্দকার আব্দুল মাজেদের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০১৬ সালের (৯ নভেম্বর) খন্দকার আব্দুল ওয়াহাব দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সচিব বরাবর তার সম্পদ বিবরনী দাখিল করেন। পরবর্তীতে দু’দকের তদন্তে ৩৪ লাখ ৪৪ হাজার ৬০৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার দখলে রাখার বিষয়টি বের হয়ে আসে।
Next Post