টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন শুরু
স্টাফ রিপোর্টার: “আয় আরেকটি বার আয় রে সখা, প্রানের মাঝে আয় , মোরা সুখের দুখের কথা কবো প্রান জুড়াবে তায় ” স্লোগানে পুরানো বন্ধুদের ফিরে পাওয়ার আকাঙ্খায় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ হচ্ছে ১৬ ও ১৭ আগষ্ট। দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, স্মৃতীচারন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠনসহ বর্ণাঢ্য আয়োজন। গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে রেজিষ্ট্রেশন পর্ব।
এ কার্যক্রম চলবে আগামী হচ্ছে ১০ জুলাই পর্যন্ত। সকাল ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে স্কুল প্রাঙ্গনে। রেজিষ্ট্রেশন এর জন্য সাথে নিয়ে আসতে হবে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ছাত্রী রেজিষ্ট্রেশন ফিস এক হাজার টাকা এবং অতিথি সাত শত টাকা।
রেজিস্ট্রেশন করতে আগ্রহী প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের বিস্তারিত আরো তথ্য জানতে ফেসবুকের https://www.facebook.com/groups/953685631495226 এই গ্রুপে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পুনর্মিলনী অনুষ্ঠান কমিটির আহবায়ক মেহেনিগার তন্ময়।