টাঙ্গাইল প্রেসক্লাব ও সা’দত কলেজ শিক্ষক পরিষদের প্রীতি ক্রিকেট ম্যাচ ১১ মার্চ
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাব ও সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদের মধ্যে স্বাধীনতা দিবস টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ আগামী শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
করটিয়া সরকারি সা’দত কলেজের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দীর সভাপতিত্বে ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করটিয়া সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।