হাসান সিকদার ॥
টাঙ্গাইলে হোমমেড ফুড ও পিঠা শুরু হবে আগামীকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি)। এদিন সকাল ১০টা থেকে এই পিঠা উৎসব শুরু হবে। টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল ডিসি লেকের হোম ক্রিয়েশন্স ও ফ্রেন্ডস কফি কর্ণার ও সেলস এন্ড রিভিউ জোনের সহযোগিতায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রতিযোগী তাদের নিজ হাতে তৈরী বিভিন্ন পিঠা, ফিরন্নি, পায়েস, কেক, পিজা, পুডিং, নবাবী সেমাই, রসগোল্লাহ, পেস্টি, চিকেন রোলসহ শতাধিক প্রকারের ফুড প্রর্দশনী করবেন। তারা সকাল থেকেই পিঠার পসরা সাজিয়ে বসবেন। দিনব্যাপী এই পিঠা উৎসব সকলের জন্য উন্মুক্ত বলে আয়োজকরা জানিয়েছেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিত মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।
Comments are closed.