টাঙ্গাইল প্রেসক্লাবে শেখ কামালের জন্মদিন ও মিলনায়তনের সাউন্ড সিস্টেমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসক্লাবের তিনটি মিলনায়তনের সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।