টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

147

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুর অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য মালেক আদনান। এ সময় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।




এ সময় ২০২১ সালের প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রেসক্লাবের অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে কমিটি করা হয়। এরা হলেন- আহবায়ক ইফতেখারুল অনুপম, সদস্য সচিব খন্দকার মাসুদুল আলম, যুগ্ম আহবায়ক মালেক আদনান। সদস্যরা হলেন- শামীম আল মামুন, মোজাম্মেল হক, পারভেজ হাসান, আব্দুল্লাহ আল নোমান।