টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0 158

মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন চলছে। প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা তারই অংশ। শনিবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ওয়ালটন অভ্যন্তরীণ খেলার শুভ উদ্বোধন করেন ওয়ালটন কোম্পানীর নির্বাহী পরিচালক এবং হেড অব স্পোর্টর্সম্যান এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ডঃ কামরুজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ক্লাবের সভাপতি হারুন অর রশীদ, টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুর রহমান।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ এবং তাদের সহধর্মীনিদের অংশগ্রহণে এক মাসব্যাপী ৯টি ইভেন্টে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। খেলাধুলা পরিচালনা করবেন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ইফতেখারুল অনুপম। প্রতিযোগীতায় দাবা, ক্যারাম, টেবিল টেনিস, লুডুসহ বিভিন্ন খেলায় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ