টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হতে যাচ্ছে

0 192

স্পোর্টর্স রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতা-২০১৮ শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে প্রেসক্লাবের নিজস্ব প্যাডে টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খ. মাসুদুল আলম ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব ইফতেখারুল অনুপম স্বাক্ষরিত এক চিঠি ইস্যু করা হয়েছে।
প্রতিযোগিতায় ইচ্ছুকদের আগামী (২৫ অক্টোবরের) মধ্যে প্রশাসনিক কর্মকর্তার নিকট নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। এতে প্রেসক্লাবের সম্মানিত সহযোগী সদস্যগণকেও নির্ধারিত এন্ট্রি ফি জমা দিয়ে নাম রেজিষ্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে।
যেসব খেলা অনুষ্ঠিত হবে, তা হলো- ১. দাবা-এন্ট্রি ফি-১০০(একশত) টাকা, ২. কলব্রীজ-এন্ট্রি ফি-১০০(একশত) টাকা, ৩. ব্রে-এন্ট্রি ফি-১০০(একশত) টাকা, ৪.ক্যারাম(একক)-এন্ট্রি ফি-১০০(একশত) টাকা, ক্যারাম(দ্বৈত)-এন্ট্রি ফি-২০০(দুইশত) টাকা, ৫. টেবিল টেনিস(একক)- এন্ট্রি ফি-১০০(একশত) টাকা, ৬. টেবিল টেনিস (দ্বৈত)- এন্ট্রি ফি-২০০(দুইশত) টাকা।
এদিকে প্রেসক্লাবের সম্মানিত মহিলা সদস্য ও সদস্যদের পরিবারবর্গের জন্য ক্রীড়া প্রতিযোগিতারও ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে ১. লুডু (একক)-এন্ট্রি ফি ১০০(একশত) টাকা, ২. লুডু (দ্বৈত)-এন্ট্রি ফি ২০০(দুইশত) টাকা, ৩. ক্যারাম (একক)-এন্ট্রি ফি ১০০(একশত) টাকা, ৪. ক্যারাম (দ্বৈত)-এন্ট্রি ফি ২০০(দুইশত) টাকা প্রশাসনিক কর্মকর্তার নিকট জমা দেয়ার কথা বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ