টাঙ্গাইল পৌর শহর ৭নং ওয়ার্ডে ১০টাকা দরে চাল বিক্রি
স্টাফ রিপোর্টার ॥
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদেশ” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল পৌর শহরের ৭নং ওয়ার্ড সন্তোষ, এম.এম.আলী কলেজ মাঠ প্রাঙ্গণে ৩০০ পরিবারের মাঝে ডিলারের মাধ্যমে খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে ১০টাকা দরে চাল বিক্রয় করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে এ চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়।
৭ নং ওয়ার্ডে সহ-সভাপতি ও আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মামুন বলেন, ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা প্রতি পরিবারকে ২০ কেজি করে ১০টাকা দরে চাল দিচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, খাদ্য পরিদর্শক ফারহানা আক্তার, আওয়ামী লীগের কর্মী আল মামুন সরকার, পুলিশ কর্মকর্তা এএসআই সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।