টাঙ্গাইল পৌর শহরে মামুনুর রশিদ মামুনের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের সাফল্য বাংলাদেশের সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রযাত্রা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষে টাঙ্গাইল পৌর শহরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কাজিপুর এলাকায় উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মামুনুর রশিদ মামুন।
চাঁন বাজারের সভাপতি আব্দুল বারেক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, সদস্য সুজয় দে, টাঙ্গাইল জেলা সরকারি কর্মচারী কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি শওকত মন্ডল, জেলা যুবলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সোহেল সরকার প্রমুখ। এছাড়াও কাজিপুর এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।