টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানবন্ধন
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে টাঙ্গাইল পৌরসভা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পশ্চিম টাঙ্গাইলের জনসাধারণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মাববন্ধনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অপেশাদার ঠিকাদারদের মাধ্যমে জোড়পূর্বক ব্রিজ নির্মাণের কাজ করে যাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কাজে বাধা দানকারীদের বিচারের দাবি জানান। এ সময় তারা হুশিয়ারি দেন দ্রুত ব্রিজ নির্মাণ করতে হবে ও অপেশাদার ঠিকাদারদের শাস্তির ব্যবস্থা না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।