টাঙ্গাইল পৌরসভার সাথে কোরিয়ান কোম্পানীর চুক্তি স্বাক্ষর

0 208

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভাকে আলোকিত করার লক্ষ্যে ৩০ বছরের জন্য রোড লাইটসহ সকল আলোকযন্ত্র স্থাপনের জন্য পৌরসভার সাথে চুক্তি স্বাক্ষর করেছে কোরিয়া প্রজাতন্ত্রের ইন্সপায়ার গ্রুপ।
বুধবার (১৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে পৌর কাউন্সিলর ও কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র জামিলুর রহমান মিরন ও কোরিয়া প্রজাতন্ত্রের ইন্সúায়ার গ্রুপের (সিইও) রিক মাইয়গের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইন্সúায়ার গ্রুপের সি.সি. (সিইও) এ্যান হাইউনজু, দুবাইয়ের ইন্সúায়ার গ্রুপের সি.সি. (সিইও) মি. জং ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে রিক মাইয়গে বলেন, চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে এখানে বিদ্যুতের পার্থক্য বোঝার জন্য বর্তমান বাল্প ও তার পাশাপাশি আমাদের তৈরি বাল্প স্থাপন করে তার সাথে বিদ্যুত মিটার লাগানো হবে। পার্থক্য বুঝে এখানে ৩০ বছরের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী বাল্প স্থাপন করা হবে। এখানে প্রতিমাসে আলোকশয্যার জন্য যে টাকা বিদ্যুৎ বিল দেয়া হয়ে থাকে এবং আমাদের বাল্প লাগানোর পর বিদ্যুৎ বিলে যে টাকা সাশ্রয় হবে তা দিয়ে আলাদা ফান্ড করা হবে এবং ৩০ বছর পর আমাদের মুল্য বুঝে নিয়ে বাকী টাকা এই পৌরসভার কাজে ব্যয় করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ