টাঙ্গাইল পৌরসভার মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

171

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভার আধুনিকায়নে অধিনস্ত সড়কগুলো প্রশস্তকরণের বিকল্প নেই। সময়ের সাথে বর্ধিত জনগোষ্ঠীর সুবিধার্থে যানজট-জলজট নিরসনে সড়কের সঙ্গে প্রশস্ত ও গভীর ড্রেনেজ ব্যবস্থা টাঙ্গাইল পৌরসভার আধুনিকায়নে খুবই জরুরি। এজন্য পৌরসভার সম্পত্তি দখল করে যারা স্থাপনা নির্মাণ করেছেন- তাদেরকে নিজ দায়িত্বে সকল স্থাপনা সরিয়ে নিতে হবে। রোববার (২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র সিরাজুল হক আলমগীর।

এদিকে মতবিনিময় সভা চলাকালীন সময়ে বাহিরে পৌরসভার সামনের সড়কে বিদ্যালয়ের প্রাচীর ভেঙে সড়ক প্রশস্তকরণের প্রতিবাদে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে বর্তমান ও প্রাক্তন পাঁচ শতাধিক শিক্ষার্থী রোববার (২ অক্টোবর) সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।




মতবিনিময় সভায় মেয়র আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওয়ায় নিড়ালা মোড় থেকে জেলা সদর মসজিদ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, ড্রেন, ফুটপাত নির্মাণ ও ষ্ট্রিট লাইট স্থাপনের কাজ চলছে। ওই সড়কের অনুমোদিত নকশা অনুযায়ী পরিমাপকালে দুইপাশে অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সীমানাও পরিমাপ করা হয়। পরিমাপ অনুযায়ী স্কুলের পুর্ব পাশের দেয়াল উত্তর পাশে ৮ ফুট এবং দক্ষিণ পাশে ৬ ফুট পৌরসভার সড়কের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে। ওই জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি পৌরসভার জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছেন।




পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আব্দুল করিম মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যেমূলকভাবে স্কুলের কোমলমতি ছাত্রসহ প্রাক্তন ছাত্রদেরকে উস্কে দিচ্ছেন। বিভিন্ন মহলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফলশ্রুতিতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করছে।

সভায় বক্তারা জানান, বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মেয়রও ওই প্রতিষ্ঠানেরই ছাত্র। তাই স্কুল পরিচালনা কমিটি, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধান সম্ভব।





মতবিনিময় সভায় পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন ও তানভীর হাসান ফেরদৌস নোমান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ