টাঙ্গাইল পৌরসভার প্রস্তাবিত বাজেট আলোচনা ও গণশুনানি
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বৎসরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর সোমবার (১২ জনু) সকালে পৌরসভার সভাকক্ষে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (ঞখঈঈ) এর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র-এক, সাইফুজ্জামান সোহেল।
সভায় মোট ১১২ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার টাকার খসড়া বাজেটের উপর বিস্তারিত আলোচনা হয়। সভায় খসড়া বাজেট উপস্থাপন করেন পৌরসভার কাউন্সিলর ও অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি সংরক্ষিত ৪, ৫, ৬ ওয়ার্ড কাউন্সিলর, সেলিনা আক্তার। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেতু এনজিও এর প্রতিনিধি পংকজ কুমার সরকার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা মাহমুদ চায়না।
সভায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানভির হাসান ফেরদৌস (প্যানেল মেয়র-২), হেলাল ফকির, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক সরকার, মেহেদী হাসান আলীম, আমিনুর রহমান আমিন, কামরুল হাসান মামুন, আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, হাফিজুর রহমান স্বপন, সাজ্জাদ আহম্মেদ সবুজ, ওবায়েদুল করিম, মাহমুদা বেগম জেবু (প্যানেল মেয়র-৩), হোসনেয়ারা বিউটি, সেলিনা আক্তার, খালেদা আক্তার স্বপ্না, উল্কা বেগমসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আগামী ২০১৭-২০১৮ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তারা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিষয়ের উপর মতামত প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটের উপর রোববার (১১ জুন) টাঙ্গাইলের সুশিল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে গনশুনানী অনুষ্ঠিত হয়।