টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার//
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড ময়দানে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) ।
এ সময় টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ ময়নুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আবু নাছের মোহাম্মদ খালেদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
৫২তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচ ২০২২ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৪০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করে।
Comments are closed.