টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী

253

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইডি ওয়াই এম বেলালুর রহমান, সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন প্রমুখ। এ ছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আখতার হোসেন প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি ৩টি ক্যাটাগরিতে প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। পরে মার্শাল আর্টের কিছু অংশ প্রদর্শন করা হয়।

এবার ৫১ তম ব্যাচের ৬৮১ জন প্রশিক্ষনার্থী চ‚ড়ান্তভাবে উর্ত্তীন হয়। অনুষ্ঠান শেষে পুলিশ ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ