টাঙ্গাইল পাঁচআনী-ছয়আনী বাজার মালিক সমিতির নির্বাচন চলছে

158

মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটাররা উপস্থিত হয়ে নিজ নিজ ভোট প্রদান করছেন।

জানা যায়, টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাঁচআনী-ছয়আনী বাজার। শহরের অন্যতম বড় ব্যবসায়ী সংগঠনের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দেছে। এবারের নির্বাচনে ২৫টি পদে ৫২জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে- মতিয়ার রহমান মতি (বটগাছ), সাধারণ সম্পাদক পদে- জহির মোস্তফা মন্নু (মাছ)।

এছাড়া রঞ্জু-জাহিদ-আছু পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে- শাহানুর রহমান রঞ্জু (ছাতা), সহ-সভাপতি পদে ৩ জন হলেন- খান জাহিদুর রহমান জাহিদ (সাইকেল), পঙ্কজ কুমার দত্ত (আনারস) ও ডাঃ মজিবর রহমান (হারিকেন)। সাধারণ সম্পাদক পদে-আহছান খান আছ ু(হরিণ), সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন হলেন- লাভলু মিয়া (মোটরসাইকেল) শফিকুল ইসলাম জুয়েল (মোরগ মার্কা) ও পলাশ কর্মকার (কলসী)। কোষাধ্যক্ষ পদে- সন্তোষ কর্মকার (তালাচাবি), সাংগঠনিক সম্পাদক পদে- তাপস কুমার সূত্রধর (টেলিভিশন), ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে- সাইফুল হক শাহীন (ফুটবল), প্রচার সম্পাদক পদে- শাহাজাহান মিয়া (তরবারী) ও দপ্তর সম্পাদক পদে- আমিনুল ইসলাম অনল (বাঘ)।
কার্যকরী সদস্য পদে- ১২ জন হলেন- নারায়ন কুমার ভদ্র (চশমা), খান মোঃ সওদাগর (রেডিও), গেীতম ঘোষ (টিউবওয়েল), ফারুক আহমেদ খান আলাল (মোবাইল), রফিক আহম্মেদ (কুড়াল), নূরুল হক (পদ্ধফুল), আবু বকর সিদ্দিক (ডাব), রানা সাহা (পানির বোতল), জহিরুল ইসলাম মুন্না (উট পাখি), শামীম বেপারী হবি (সিলিং ফ্যান), আল আমিন (বই) ও সন্তোষ কর্মকার (ময়ুর)।

 

অপর প্রতিদ্বন্দ্বি প্যানেল মিজান-আলম-মনু পরিষদে সভাপতি পদে- মিজানুর রহমান (চেয়ার), সহ-সভাপতি পদে ৩জন প্রার্থী হলেন- নূরুল আলম (দোয়াত কলম), আকবর আলী (গরুর গাড়ী) ও আব্দুস ছামাদ ফকির (বাস গাড়ী)। সাধারণ সম্পাদক পদে- মিজানুর রহমান মনু (মোমবাতি), সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন হলেন- শিপন হোসেন (দেয়াল ঘড়ি), আবু হানিফ সুজন (ঘুড়ি) ও হাবিবুর রহমান লাল মিয়া (মই)। কোষাধ্যক্ষ পদে-রনজিৎ কর্মকার (গোলাপ ফুল), সাংগঠনিক সম্পাদক পদে- নিতিশ চন্দ্র সাহা (হাতী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- সুজন বসাক (ক্রিকেট ব্যাট), প্রচার সম্পাদক পদে- মাহবুবুর রহমান খাজা (হাঁস) ও দপ্তর সম্পাদক পদে- ফরিদ হোসেন (আম)।
কার্যকরী সদস্য পদে- ১২ জন হলেন- খন্দকার শাকিল হোসেন রুনু (আপেল), সমেজ উদ্দিন (রেলগাড়ি), নজরুল ইসলাম (বালতি), সুশীল চন্দ্র বসাক (কাপ পিরিচ), আব্দুল হামিদ বাবু (উড়োজাহাজ), আরিফ হোসেন (টিয়া), শেখ আব্দুল মতিন (খেজুর গাছ), সেলিম মিয়া (কাঁঠাল), আবুল খায়ের ইমরুল (টেবিল ল্যাম্প), খন্দকার রাজু আহমেদ (জগ), জসিম উদ্দিন (গাভী) ও নিজাম (ঘোড়া) নির্বাচন করছেন।

 

টাঙ্গাইল পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কাজী জাকেরুল মওলা টিনিউজকে বলেন, সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আরও ২ জন নির্বাচন কমিশনার ছাড়াও ৯ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনে কার্যকরী পরিষদ কর্মকর্তা ১৩ জন, সদস্য ১২ জনসহ মোট ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলের বাহিরে সভাপতি ও সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার রয়েছে ৯৭৮ জন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

 

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ