টাঙ্গাইল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ইষ্ট এন্ড ক্লাবের কাছে ২-১ গোলে আকুরটাকুর যুব সংঘ পরাজিত
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ঘ গ্রুপের বুধবারের (১৯সেপ্টেম্বর) খেলায় ইষ্টএন্ড ক্লাবের ছন্দময় ফুটবল খেলার কাছে ২-১ গোলে আকুরটাকুর যুব সংঘ পরাজিত হয়েছে। খেলার ৫ মিনিটের সময় ইষ্ট এন্ড ক্লাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাজমুল প্রায় ৪২ গজ দুর থেকে দর্শনীয় ফ্রি কিকে আকুরটাকুর যুব সংঘের গোলরক্ষক আলামিন পরাস্ত করে (১-০) দলকে এগিয়ে নেয়। গোল খেয়ে আকুরটাকুর যুব সংঘ খেলায় আরো অগোছালো হয়ে যায়। আর ইস্ট এন্ড ক্লাবের তরুন খেলোয়াড়রা সুন্দর ফুটবল খেলতে থাকে। খেলার ২০ মিনিটের সময় ইষ্ট এন্ড ক্লাব কর্নার পায়। কর্ণার থেকে পাওয়া আকুরটাকুর যুব সংঘের পেনাল্টি বক্সের জটলা থেকে ইষ্ট এন্ড ক্লাবের অধিনায়ক সাকিল গোল করে (২-০) দলকে আরো ভালো অবস্থানে নিয়ে যায়। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইষ্ট এন্ড ক্লাব ছন্দময় ফুটবল খেলতে থাকে কিন্তু স্টাইকারদের ব্যর্থতায় গোল সংখ্যা বাড়াতে পারেনি। উল্টো ৬২ মিনিটের সময় ইষ্টএন্ড ক্লাবের সজল ফাউল করলে আকুরটাকুর যুব সংঘ ফ্রি কিক পায়। আকুর টাকুর যুব সংঘের ওমর ফারুক প্রায় ৩৫ গজ দুর থেকে কোনাকুনি ফ্রি কিক থেকে ইষ্টএন্ড ক্লাবের জালে বল পাঠায় (২-১) ব্যবধান কমিয়ে আনে। এরপর দু’দলই গোল করার চেষ্টায় ব্যর্থ হলে ইস্ট এন্ড ক্লাব জয়লাভ করে মাঠ ত্যাগ করে। ইষ্ট এন্ড ক্লাব ঃ করিম, নাজমুল সাকিব, রবিন/ রতন, সাব্বির, ইলিয়ানা/টিপু সুলতান, সাকিল, ফজলে রাব্বী, সজল, শাকিল আহাম্মেদ, আল আমিন ও শামীম রেজা। আকুর টাকুর যুব সংঘঃ আলামিন, রুমি, জনি, আতিক, তোরাব আলী, ওমর ফারুক, লিপটন, রাসানী/ মিলন, বাবু-১, বাবু-২, ও ইকবাল/আকিব।