টাঙ্গাইল তাজ প্রেসের মালিক শিক্ষক মোস্তফা সিরাজের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের মীরের বেতকার মরহুম তাজ উদ্দিনের পুত্র থানাপাড়া নিবাসী তাজ প্রেসের মালিক ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক গোলাম মোস্তফা সিরাজ (৭৮) বার্ধক্যজনিত কারণে বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজবাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার (১৮ আগস্ট) রাত ১০টার সময় টাঙ্গাইল বেবিস্ট্যান্ড মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
জানা যায়, রুপমের বাবা মরহুম সিরাজ তিনি তার সুদীর্ঘ বর্নীল জীবনে থানাপাড়া ক্লাবের হয়ে শৈশব থেকে ক্রিকেট খেলায় বিশেষ নৈপুন্য প্রদর্শন করে সফল হয়েছেন। তিনি তার কর্মজীবনে দিঘুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নিজ কর্মগুণে টাঙ্গাইল সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক থেকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল ছয়আনী বাজারে তাজ প্রিন্টিং প্রেস এর কর্ণধার হিসেবে টাঙ্গাইল জেলা মুদ্রন সমিতির উপদেষ্টা হিসেবে সুদীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।
Comments are closed.