স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন গত শনিবার (৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী। সম্মেলন উদ্বোধন করেন বাংরাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাবিবুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম ও ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার প্রমুখ।
সম্মেলনে আবু মোহাম্মদ ইউসুফ সিকদারকে সভাপতি ও মো. রেজাউল করিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।