টাঙ্গাইল জেলা যুব লীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে জনসাধারনের মাঝে বিনামুল্যে জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।