টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা
হাসান সিকদার ॥
টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) টাঙ্গাইল প্রেসক্লাবে যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতাদের সাথে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়ে।
প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন। জেলা যুবলীগের লীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিল্টন, আইটি সম্পাদক শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জানান, এ পর্যন্ত জেলা যুবলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের সিভি জমা দিয়েছেন। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল পদ প্রত্যাশিদের জীবন বৃত্তান্ত দেখে যাচাই-বাছাই করবেন। তারা সৎ, যোগ্য ও ত্যাগীদের নেতৃত্বে আনবেন। যারা টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক ভীতকে আরো শক্তিশালী করবেন ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন তারাই নেতৃত্বে আসবেন।