টাঙ্গাইল জেলা যুবলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) টাঙ্গাইল প্রেসক্লাবের বন্ধুবন্ধু অডিটরিয়ামে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আতাউর রহমান খানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশের কল্যান কামনায় দোয়া করা হয়।