টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়ূদুর রহমান। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আমির হামজা বেপারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য ছোট মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের ২য় অধিবেশনে আমির হামজা বেপারীকে প্রধান উপদেষ্টা, আমিরুল ইসলামকে সভাপতি, মীর ইমরুল হাসান শিবলুকে সহ-সভাপতি, সাজ্জাদকে সাধারন সম্পাদক, খান তাজুল আরেফির রাসেলকে যুগ্ম সম্পাদক-১, ফারুক হোসেনকে যুগ্ম সম্পাদক-২ ঘোষনা করেন নেতৃবৃন্দ।