টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি তোফার সুস্থতা কামনায় দোয়া
স্টাফ রিপোর্টার ॥
কানাডায় চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি এবং বাকসুর সাবেক জিএস কৃষিবিদ ডা. সামসুল আলম তোফার সুস্থতা কামনা করে শুক্রবার ( ২৪ মার্চ) জুম’আর নামাজের পর পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য চিকিৎসাধীন অবস্থায় তোফার হৃদপিণ্ডে ৬টি ব্লক ধরা পড়ায় আগামী ৩১ মার্চ তার ওপেন হার্ট সার্জারী করার সিন্ধান্ত নেন সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।