টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথি ফজলুর রহমান খান ফারুক খোন্দকার ইকবাল হোসেনকে সভাপতি ও গোলাম কিবরিয়া বড় মনিকে মহাসচিব পদে নাম প্রকাশ করে নতুন কমিটি ঘোষণা করেন।
Comments are closed.