টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জেলা প্রশাসনের আয়োজেনে ৯ আগষ্ট মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্ত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয় করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরেঅচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় নারীদের কর্মসংস্থনের লক্ষে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।